মন ভালো নেই,
কি ঘটছে ভেতরে?
বুঝে উঠতে পারছি না,ব্যথারা আজ কেন
চাবুকের মতো আঘাত হানছে এ বুকে?
যন্ত্রণায় ছটফট করছি একা শুয়ে ঐ বিছানায়,আজ শুধু তুমি নেই পাশে।


জানি, তুমি আর আসবে না,
যাবে চলে ঠিকানাহীন পথে
কোন অচেনা অজানায়;
আমি খুঁজে মরবো তোমায়,
পাবো না  ;
জানি,আমার খোঁজা সব বৃথা হবে।


বেকারত্ব আজ নেই, আছে বেঁচে থাকার
অর্থ;
আছে মাথা গোঁজার ছোট্ট
ঠাঁই;
তবুও তুমি গেলে চলে!
বলে গেলে না  আমার অপরাধ
কি অন্যায় করেছি তোমার সনে?


তোমার জন্য কি না করেছি---
সব সময় চেষ্টা করেছি তোমার
সখ আহ্লাদ মেটানোর ;
তোমার  প্রয়োজনীয় সবই রেখেছি
ছোট্ট গৃহ কোণে;
প্রয়োজন ভেবে তোমার জন্যে
রেখেছি ড্রয়ারে
হাত খরচের টাকা;
প্রতি মাসে তোমার জন্য এনেছি
নতুন শাড়ী,  জন্মদিনে কিনে এনেছি
সোনার গয়না,
প্রতি ওকেশনে তোমাকে নিয়ে গিয়েছি
তোমার প্রিয় সেই রেষ্টুরেন্টে;
কিছুই তো বাকি রাখিনি,  প্রিয়া।


উত্তর  এলো শেষে : সব পেয়েছি,
পাইনি শুধু তোমার ভালোবাসা
যা সব নারীই চায়, আমিও চেয়েছি তোমার কাছে;
দাওনি, পারো নি দিতে তুমি ভালোবাসার চিহ্ন;
রয়েছো নীরব, থেকেছো তোমার কাজে মেতে;
তুমি থাকো তোমার কাজ নিয়ে  ,
আমি চলি অজানা অচেনা পথে
তোমার নাগালের বাইরে
নতুন দুনিয়াকে খুঁজে নিতে।