বয়স তখন কম
পড়ি ক্লাস   নাইন কি টেনে,
দেখেছি রাতদিন সাদা ধোঁয়া
ছাড়ছে  কত জনে।


মুখে মুখে উড়ে ধোঁয়া
কুণ্ডলী পাকায় আকাশে,
মনে জাগে ইচ্ছা----
কবে হাত পাকাতে পারবো নেশাতে।


হাতে নেই টাকা
নেশা করি কি করে?
মনে জাগা ইচ্ছা----
পুষে রাখি মনের ভেতরে।


চাকরি পাই সরকারি
আসে অনেক টাকা হাতে,
এক দুই তিন করে---
ডুবে যাই সিগারেটের কঠিন  নেশাতে।


দিন যায়, মাস যায়
বছরের পর বছর যায় পেরিয়ে,
নেশা হয় তীব্র থেকে তীব্রতর
কোথায় যেন যাই হারিয়ে?


নেশার কারণে জুটে নানা জ্বালা যন্ত্রণা
কাল সাপ বুকে বাসা বাঁধে
হাজার বার করি চেষ্টা নেশা ছাড়ার
পারি না,  বার বার পড়ি বিপদে।


সম্মান নষ্ট হয় ঘরে বাইরে
সন্তানের কাছে পাই লজ্জা,
ভেঙ্গে যায় ঘর সংসার
চলে রাত দিন লড়াই তড়জা।


কতবার ছাড়লাম
কতবার ধরলাম পরে
ছাড়াটা সত্যিই কি  কঠিন কাজ?
ভাবি বার বার মনের ভেতরে।


চেষ্টা  করলে ছাড়া যায়
কেউ যদি  চায় মনে প্রাণে,
সত্যি ছাড়লাম একদিন
আজও ধরিনি নতুন করে।


করেছিনু কঠিন পণ সেদিন----
ছাড়বো নেশা,ছাড়াব নেশা
দূর করবো এই ভয়াল অভিশাপ,
পৃথিবীর বুকে ফিরিয়ে আনবো----
এক নির্মল আর উজ্জ্বল পরিবেশ,
দূর করবো এই পৃথিবীর বুকের
এরূপ হাজারো পাপ।