(আমার কর্মস্থলের মেস ম্যানেজারের অতি সম্প্রতি স্ত্রী বিয়োগ ঘটেছে, তার হৃদয়ে যে অনুরণন সৃষ্টি হয়েছে তাকে কাব্যরূপ দেবার চেষ্টা করেছি ।আপনাদের ভালো লাগলে সেই প্রচেষ্টা সফল হবে।)


এসেছিলে তুমি এ ধরায়
ভালোবেসেছিলে আমাকে,
বেঁধেছিনু তাই ছোট্ট একটা ঘর
হৃদয়ের মাঝে তোমাকে রেখে।


রাত এলো, ভোর হলো পাখির ডাকে
সবাই চলে গেলো আপন বাসা ছেড়ে,
দুনিয়াটা কেমন অদ্ভুত? ভাবি তাই
কেউ ভাবলো না একটি বার কারোর তরে।


অনেক আশা অনেক স্বপ্ন নিয়ে
বুনেছিলাম অনেক স্বপ্নের অন্তজাল,
জানি সব আশা হবে না পূরণ,ভাবি
এ যে বিধাতার কোন মায়াজাল!


জানতাম যাবে চলে একদিন
ভাবিনি, যাবে এত তাড়াতাড়ি সরে,
প্রতিদিন ঝরে দু'চোখে অশ্রুবারি
আজ কেউ নেই ধরায় মোছাবার ওরে।


সোমরস আজ আমার সারাদিনের সাথী
সকাল হতে শুরু করি তার ব্যবহার,
রাতদিন ভাবি শুধু তোমারই কথা
দেখো নেশায় বুঁদ হয়ে গেছি পুরো আবার।