থমকে গেছে উন্নয়নের চাকা
থেমে গেছে জীবন রথ,
ভেঙে গেছে আজ সব স্বপ্ন
খুঁজতে হবে তাই নতুন পথ।  


বাঁচা মরা আজ সব সমান
আছি মরার মতো বেঁচে,
একে কি আর বাঁচা বলে
সবকিছু আজ গেছে কেচে!


ঘরের মধ্যে বন্দী সব আজ  
পারছিনা বেরোতে বাইরে,
ধরলো রে এই বুঝি কোভিড
প্রাণটা বুঝি হায় যায় রে।    


হাত ধুয়ে কি পাবো নিস্তার
মনকে বিষায় সদা ভয়,
পাবো কবে এর থেকে মুক্তি
করতে পারবো একে জয়।  


প্রকৃতির উপর অত্যাচার
এই বুঝি তার পরিণতি,
কেড়ে নেবে সে কত কি আর
করবে আরও কত ক্ষতি!    


হার না মানা অদম্য লড়াই
লড়তে হবে সবাইকে আজ,
আগুপিছু  না তাকিয়ে
করে যেতে হবে সেই কাজ।


কাজে যদি থাকে গভীর  নিষ্ঠা
হবে হবেই নিশ্চিত জয়,
কেটে যাবে মনের বিভীষিকা
পুবাকাশে হবে লাল সূর্যের উদয়।