পরেনা কেউ মাস্ক মানেনা সামাজিক দূরত্ব
দোকানে দোকানে ভীড় কেনা কাটায় ব্যস্ত
এমন হলে যাবেনা করোনা
পাবে মারক আরও প্রেরণা
হাজার হাজার নিভবে বাতি যাবে অস্ত।
পরেনা কেউ মাস্ক মানেনা সামাজিক দূরত্ব
দোকানে দোকানে ভীড় কেনা কাটায় ব্যস্ত
এমন হলে যাবেনা করোনা
পাবে মারক আরও প্রেরণা
হাজার হাজার নিভবে বাতি যাবে অস্ত।
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
Use the following form to leave your comment on this poem.
এখানে এপর্যন্ত ২৩টি মন্তব্য এসেছে।
ভীষণ সত্য।
মানুষ কেন যে এমন, ভেবে পায় না মন
কেনা কাটা সব থাকবে, শরীরে থাকলে জীবন।
আন্তরিক শুভেচ্ছা রইল কবি, ভালো থাকবেন।
যথার্থ লিখেছেন কবি।সত্য প্রকাশে মুগ্ধ যথারীতি।
শুভেচ্ছা জানবেন। ভালো থাকুন
সে তো হবেই জানি! দারুন সুন্দর লিখেছেন প্রিয় কবি। শুভকামনা রইল।
ভাবে ও আঙ্গিকে......
যথার্থ উপস্থাপনা......
অনন্যা***
একদম সত্যকথা বলেছেন ।সাবধানে থাকুন যত্নে থাকুন ।
একদম সত্যকথা বলেছেন প্রিয় কবি।
সচেতন থাকুন সুস্থ থাকুন স্বপরিবার প্রিয়,
অশেষ সুভেচ্ছা সতত।
যথার্থ বলেছেন প্রিয় কবি।
অসচেতন হলে করোনাকে নিমূল করা খুবই কঠিন।
পবিত্র ঈদুল ফিতরের প্রাণঢালা শুভেচ্ছা রইল।
একদম! সুন্দর লিমেরিক। শুভেচ্ছা রইলো ।
বেশ হয়েছে কবি প্রিয়।
অসাধারণ বাস্তব
সঠিক পর্যবেক্ষণ।
ঘরে থাকুন। ভালো থাকুন।সম্মানিত ও প্রিয় কবিকে জানাই অনেক, অনেক শুভেচ্ছা ও ভালোবাসা।
একদিন জীবনের প্রদীপ নিভে যাবেই-
আছে যতক্ষণ নিঃশ্বাস কাটে যেন ভালবাসাময়; প্রশান্তিময়;
কাছের মানুষদের সাথে।
সবার বোধোদয় হোক। সংক্ষিপ্ত অথচ খুবই তাৎপর্যবহ।
অনুপম কবিতাগাঁথা।
সুন্দর উপস্থাপনা।
খুব ভালো থাকবেন, প্রিয় কবিবর।
অনুপম কাব্যিকতা।
অনন্য উপস্থাপনা।
খুব ভালো থাকবেন সপরিবারে, প্রিয় কবিবর।
অসাধারণ! সুন্দর লিমেরিক। একেবারে বাস্তবধর্মী। অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা আমার। খুব ভালো থাকুন সতত প্রিয় কবি বন্ধু। শুভ সন্ধ্যা।
দারুন বাস্তবতার কথা মনে
গেথে গেল প্রিয় কবি কে
লালগোলাপ শুভেচ্ছা ধন্যবাদ।
বর্তমান বাস্তবতার চমৎকার লিমেরিক কবিতা, ভাল লাগলো, শুভকামনা রইল।
মানুষ সংখ্যায় অগুণন
তাঁর এখন স্থান একুলন ।
সুন্দর কাব্যকথায় মুগ্ধ ।
প্রিয়কবিকে শুভকামনা , ভাল থাকুন সদা ।
ভালো বাস্তবতা পূর্ণ লিমেরিক।
হার্দিক শুভেচ্ছা জানবেন কবিবর।
বাহ্! যথার্থ ভাবনায় লিমেরিক কবিতা।
খুব সুন্দর লিখেছেন কবি।
অনেক অনেক শুভকামনা রইল কবি 😍😍
দারুন সুন্দর লিমেরিকে
অতীব সত্যের উচ্চারণ।
খুবই ভালো লাগল
প্রিয় কবি,
শুভ কামনা রইল।
একদম সত্যি কথা।ভালো থাকবেন কবি।
setai hobe mone hoche. bhalo laglo. valo thakun Pryio kobi
কবি কিংবা কবিতা খুঁজে বের করার জন্য উপরের সার্চ বক্সটি ব্যবহার করুন।
Please use the above search box to find any poet or poems listed with us.