ক্লোজড চ্যাপ্টার চ্যাপ্টার ক্লোজড
ভালোবাসার ঘটলো এখানেই ইতি,
তুমি যাও তোমারই সেই চেনা পথে
ছুঁড়ে দিয়ে এ হৃদের সব প্রেম প্রীতি।


যেতে পারো যাওনা তুমি আমায় ছেড়ে
কোনদিন কখনো দেবোনা তোমায় বাধা,
বলবো না তোমাকে আবারও ফিরতে
এ মোর কঠিন পণ এ মোর ওয়াদা।


ভাঙ্গা কফি কাপে আজও তোমার ছবি
মনে করায় তোমার উপস্থিতি ঘরে,
কপালের ওই ক্ষতের টন টনে ব্যথা
বিদায় ক্ষণটা মনে করায় আমারে।


কি বা দোষ আমার একটিবার বলো
কি করেছিলাম আমি সেদিন অন্যায়,
শুধু চেয়েছিলাম থাকো আমার কাছে
ভাসাতে চেয়েছিলাম হৃদের বন্যায়।


পার হয়ে গেছে দীর্ঘ পঁচিশ বছর,
আজ দেখছি তোমাকে সামনে জীবন্ত,
প্রভাতী রোদ পড়েছে তব স্নিগ্ধ মুখে
ফের মনে জাগছে আবার নব বসন্ত।


জানিনা কি চাহিদা কি বা ভাবনা মনে
এসেছো যখন থাকো হেথায় একাকী,
আমার কুঁড়ের পাশের অট্টালিকায়
রেখেছি ঘর তুমি চলে যাবার পরেই।


ভুলিনি আমার সেদিনের সে ওয়াদা
আজও গভীরভাবে মনের মাঝে বাজে,
হারাতে দেবো না তোমাকে অজানা বিশ্বে
লাগতে দেবো না জানোয়ারের ভোজে।