ওই পুব পাড়ার শেফালী
হাতেতে যার ছিলো জমি এক ফালি।
পড়লো যেই না প্রোমোটারের নজর
টিকলো না তার কোন আপত্তি ওজর।
প্রোমোটারের ডান হাত কান কাটা বাপি
সব কাজেতে একাই কাফি।
প্রতি বছর তার বাজার দর বাড়ে
যত বেশি সে রাতের ঘুম কাড়ে।
সব দলের কাছে সে দামী
হোক না সে দল নামী অনামী।
যে দলে দেয় টাকা বেশী
সে দলেরই হয়ে ফুলায় পেশী।
পেশা তার খুব ভালো
করে আজকাল তারে ফলো।
পাড়ায় যত বেকার ছেলে
রাত দিন তারই হয়ে তোলা তোলে।
অভাব অভিযোগ নাই কোনো
শান্তিতে যে আছে সবাই জেনো।
এমন দাদা আজকাল  প্রতি পাড়ায়
ভয়ে মরে, পুলিশও ডড়ায়!
শ্মশানের সুখ এখন বিরাজ সেখানে!
এমন  কেউকেটাদের এক ডাকেতে সবাই চেনে ।