খালের ধারে
পুকুর পারে
কেন আছিস বসে
আয় না সব
কেন নীরব
খেলবি পাঠশালায় এসে।
খেলার ছলে
কথার বোলে
শিখবি তোরা কত
দুটি হাতে  
বন্ধুর সাথে
আঁকবি খুশি যত।
পাবি খেতে
দুপুর প্রাতে
ভুলবি ক্ষুধার জ্বালা
স্বপ্ন দেখবি
ছবি আঁকবি
খুলবি মনের তালা।
জানতে পারবি
শিখতে পারবি
চাঁদ পৃথিবী গোল  
নীল আকাশ
মিষ্টি  বাতাস
গায় কিসের বোল।
ফুটবে হাসি
দেখবো খুশি
হবি শিখে চেতন
তোরা উড়াবি
তোরাই পারবি
উড়া বিজয় কেতন।