চারদিকে আওয়াজ ----
যুদ্ধের দামামা বাজছে,
সুযোগ পেলে জংগীরা সব
এথায় সেথায় হানা দিচ্ছে।


পাল্টা লড়াই, পাল্টা হানা
ভাঙছে জংগী ঘাটি,
নানা অনুযোগ অভিযোগ
চলছে দুই তরফে,
ঘটনাগুলো কিন্তু খাঁটি।


হুংকার চলছে, দিচ্ছে আওয়াজ
গুড়িয়ে দেবে এ দেশ,
ভারতবাসী ভয় পায়না,
দেখবে লড়াই এর যেখানে আছে শেষ।


কেন এত যুদ্ধ যুদ্ধ খেলা?
কার কি লাভ এতে?
যুদ্ধের ফল ভালো নয়--
যে হারে, যেইবা জিতে।


হাজার হাজার কোটি টাকা
যায় জলের মতো খরচ হয়ে,
প্রাণ যায় হাজারে হাজারে
জাপানের সেই স্মৃতি মনে পড়ে।


তাই যুদ্ধ নয়, শান্তি চাই
আওয়াজ উঠুক এ পৃথিবী জুড়ে,
ল্ক্ষ কোটি হাত উর্দ্ধে উঠুক
আওয়াজ তুলুক ---"শান্তি চাই"
শান্তির সাদা পায়রা উড়িয়ে।।