তোমার প্রাণ খোলা হাসি--
জুড়ায় সবাকার হৃদয় প্রাণ,
তুমি সবাইকে ডাকছ খোলা মনে--
আজ তাই সবাকার আনন্দ অপার।


তুমি চিল্লিয়ে ট্রেন করছো  মাত,
তোমার অংগ ভংগী ছড়ায় অট্ট হাসি--
আনন্দ  উল্লাসে ভরিয়ে
সবাইকে করছো কুপোকাত।


তোমার হাসিতে ছড়ায় দীপ্তি,
ছড়ায় খুশির আলো,
তুমি ছুটন্ত ট্রেনে শরতের শিউলির মিষ্টি ঘ্রাণ,
তুমি হাওয়ায় উড়ে যাওয়া কাশফুলগুলো।


তুমি ট্রেনের বুকে ঝড় তোলা টরনেডো,
তুমি এই ট্রেনের সবার প্রাণ,
তুমি আপন মনে গেয়ে চলো গান,
হাল্কা হাসির উঠে বান।


তুমি আগমনির আগমণ বারতা,
দুগগা মায়ের বিভূতি,
তুমি ফুটাও মায়ের মুখে হাসি,
পিতৃ হৃদয়ে জাগাও আনন্দ অনুভূতি।


তুমি আজকের ট্রেনের মধ্যমণি,
তুমি সবাকার মা মৃন্ময়ী,
তুমি এ শরতের নতুন তারা,
দুগগা মায়ের নতুন অতিথি।