আত্মা শরীরের আধারে
জাগায় জীবনানুভূতি,
চলত - শক্তি জোগায় মানুষে--
জীবনে যুক্ত হয় নতুন অভিব্যাক্তি।


আত্মা বেরিয়ে দেহের বাইরে
পড়ে থাকে শুধু লাশ,
বলে থাকি  একে নশ্বর দেহ--
চিতা অথবা কবরে হবে শেষ হিসাব নিকাশ।


কত আস্ফালন কত হিংসা দ্বেষ একে ঘিরে
ধরাকে সরার ভাবনা চলে নিশিদিন ধরে,
ভালর আকর সরিয়ে
স্থান করে নেয় কুটিলমনের হাজার খেলা,
জীবনের ভেলা বয়ে চলে গাংগে গাংগে
প্রশ্ন জাগে না কি শেষ বেলা?


ভালো কিছু কেন করে না
যখন আত্মা থাকে না বিদেহী
ভালো থেকো আত্মা মানবের ভেতরে
রেখে যেও কিছু ভাল রীতি নীতি।