প্রভাতে খুলেছো দুয়ার
সুন্দর মিষ্টি রোদ এসেছে ভেতরে
তুমি এসে দাঁড়িয়েছ বারান্দায়
কালো চুল বাতাসে উড়িয়ে।
সারা রাত জেগেছ একা
শুনেছ সন্তানের করুণ চিৎকার;
পাশে ছিলনা কেউ
বুক ফেটে উঠে এসেছে তীব্র
হাহাকার।
তুমি ছুটেছ গ্রাম থেকে শহরে -
এক ডাক্তার ছেড়ে অন্য ডাক্তারে
মেলেনি কোথাও কোন দিশা,
যন্ত্রণায় ঁকাদে সন্তান
তোমার মমতায় খুঁজে পায়
পরম সাহারা সহসা।
তুমি ছুটে চলো
দিতে সন্তানের যন্ত্রাণার মুক্তি,
হঠাত্ হারিয়ে যায় সবকিছু
সন্তান নিয়ে নেয় চিরমুক্তি।
হায় ! এ কি পরিহাস?
একি চলছে বিশ্ব সংসারে?
তোমার কোল খালি হয়,
আবার সেই যন্ত্রণা ফিরে আসে তোমারি বুকের মাঝারে!