এখন তোমার বয়স আঠারো
নাবালকত্বের সোপান পার হয়ে
সবে পা রেখেছ সাবালকত্বের দ্বারে,
জীবনের এই সময়ে ভারসাম্য বজায় রাখা
কঠিন হয়ে পড়ে।


কোন দিকে এ জীবন হেলে পড়বে
তা কেউ জানেনা,
জানে একমাত্র সেই
যার জীবনে ঘটছে ঘটনার ঘনঘটা।


এ সময়ে পা ফেলা কঠিন,
হড়কে যায় মাঝে মাঝে
সেই -ই পা রাখতে পারে ঠিক জায়গায়,
এ সময়ে মাথা যার ঠিক থাকে।


উৎ্শৃঙখলতাকে আধার করে
যখন জীবনের গতিপথ হারায়
এমনিভাবে শেষ হয় এই নব যৌবন
মোহময়তাময় ধরায়।


জীবন গাঙ্গে উঠে ঝড়,
ঘটে নানা উত্থান পতন
সঠিক মাঝি শক্ত হাতে ধরে দাঁড়
রোধ করে ইন্দ্র পতন।


নানা প্রলোভন ----
নানা হাতছানি চারপাশে,
তার মধ্যে যারা লড়ে--
জীবন যুদ্ধে শেষ হাসি
তারাই তো শুধু হাসে।


তাই বলি----
চলো সঠিক রাস্তা ধরে
ধরণীর বুকে বিজয় পতাকা উড়াও
সত্যের পথে চলে।।