মাইক বাজে, আলোয় সাজে
মন্দির প্যান্ডেল রাস্তাঘাট,
শিশুরা সব চলে দল ঁবেধে--
কোলাহলে ভরে উঠে পুজোর মাঠ।


সারাদিন হৈ-চৈ,
হৈ- হট্টগোল পুজোর প্রাঙ্গণে,
ফ্রি ওয়াইফাই মেটায় চাহিদা
ছেলে বুড়ো সকলের।


নানা থিম, নানা আইডিয়া
হাজার পুজো প্যান্ডেলে ;
জনতার স্রোত এগিয়ে চলে
সন্ধ্যা থেকে সকালে।


জাত- পাত ্ধর্ম ছাড়িয়ে--
মানবতার নিশান উড়ে
বাংলার শহর ছেড়ে গ্রামে,
হাতে হাত রেখে হিন্দু- মুসলিম -খ্রীষ্টান ভাই
একসাথে দেবীর আরাধনায় নামে।


নেই ভেদাভেদ, নেই ধর্ম-এর বাধা
রয়েছে নানা কৃষ্টি- সংসকৃতি,
নানা বৈচিত্র্যের মাঝে
ভারতে রবে সদা ঐক্য সংহতি।


রচনা কাল-৯-ই অক্টোবর্-২০১৬