নীরবতা ভেঙে তোমার মুখে
কথার ফুল ফুটেছে,
হৃদয়ের জগদ্দল পাথর ---
আজ সরে গিয়ে
নতুন আশার আলোর প্রদীপ
জাগিয়েছে প্রাণে।
ভালোবাসার স্মৃতিগুলো
মনের কোণ ছেড়ে
ঁউকি ঝুঁকি মারছে
তোমার হৃদয় গহনে।
আজ ক্ষতি কিছুই নেই
লাভের অঙ্কই শুধু বেড়েছে,
আবার পেয়েছি খুঁজে তোমায়
হাজার হাজার দুয়ার ঘুরে ফিরে।
নষ্ট নীড় থেকে পাখিরা
উড়ে গিয়ে নতুন বাসায়
রঙ তুলি দিয়ে
নতুন ছবি ঁআকছে।
আমি ফিরে পেয়েছি তোমায়
আজ তাই ভাঙা ঘরে
চাঁদের আলো মিটিমিটি হাসছে।
হাস পাতালের বিছানায়
তুমি একা শুয়ে
সবাই চলে গেছে একে একে---
কেউ চলে গেছে একদম উপরে
কেউ গেছে নিজের বাড়ি ফিরে।
কত রাত জেগেছি
তোমার মুখ পানে চেয়ে,
রুটি রুজি সব হারিয়ে
তবুও চেয়েছি ---
তোমায় ফিরে পেতে।
প্রাপ্তির ঘর খালি নয় ----
ভগবান দু 'হাত তুলে তাকিয়েছে,
পেয়েছি তাই তোমায় আবার ফিরে
ভাঙা ঘরে আলোর রোশনাই
আবার নতুন করে জেগেছে।
শেষ কটাদিন -----
এসো থাকি এক সাথে,
জীবনে মরণে রবো,করেছিনু পণ--
সেই কত যুগ আগে।