কেন মনে রাখে না অতীতকে ?
অতীত থেকে শিক্ষা নিয়ে বাঁচতে হয়
কেউ জানেনা কি একে ?
কেন আজ এতো ইতিহাসের কচকচানি ?
তার নিশ্চয়ই কারণ আছে --
ইতিহাস মানুষকে বাঁচায় ,
ইতিহাস থেকে শিক্ষা নিয়ে
মানুষ ই নয়া ইমারত তৈরী করে ।


নানা দেশের নানা ধরণের ইতিহাস
আছে তার নানা গৌরব গাঁথা ,
তার উপর ভিত্তি করে গড়ে উঠে সেই দেশ
ইতিহাসের ফল কভু না হয় বৃথা ।


দুটি পরিবারে সম্পর্ক গড়ে ওঠে
সেই ইতিহাস কে সাক্ষী করে
পরিবারের ভীত মজবুত হয়
সেই ইতিহাসের জোরে ।


দুটি দেশের সম্পর্ক
গড়ে ওঠার মূলে সেই ইতিহাস
ইতিহাস কে সাথী করেই
গড়ে উঠে দুটি দেশের বিকাশ ।


সারা বিশ্বের জটিল সম্পর্ক তৈরী হয়েছে
সেই ইতিহাস কে ভিত্তি করে
এই বিশ্বের ভাল মন্দ
ইতিহাসের উপর ই নির্ভর করে ।


তাই ইতিহাস জানা একান্ত দরকারী,
আসুন এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে
আমরা সবাই ইতিহাস জানি , আর
আমরা সকলে মিলে নতুন সুন্দর পৃথিবী গড়ি।।