কবিতা লেখা
একটা সুন্দর খেলা
অন্য দশটি খেলার মতো
কঠোর অনুশীলনে
সাগরে ছুটে সহজে এই ভেলা।


অনেকে ভাবেন কবিতা লেখা
খুব সহজ সরল ব্যাপার,
ছন্দ মেলানো ছাড়া আর কি?
নতুনত্ব কিছু নেই এখানে আর।


যদি ব্যাপারটা হতো
এতটা সহজ সত্যি,
তাহলে ছিল না কোন চিন্তা---
ঘরে ঘরে জন্মাত কবি।


কবিতা কবি মনের
ভিন্ন স্বাদের নানা অনুভূতি,
ঘটনার ঘনঘটা কবি মনে
জাগায় দোলা
কবিতায় যার বহি:প্রকাশ
আর কবিতার মাধ্যমে যার বিস্তৃতি।


আমরা যারা কবিতা লিখি
বলা ভাল --সৌখিন কবি
কবিতার আসরে ঁআচর কাটা
বলতে পারেন একটা হবি।


মাঝে মাঝে করি লেখালেখি
বিদগ্ধ কবিজনের আশিস পাই
ধন্য হয় এ জীবন
নতুন লেখার অনুপ্রেরণা
মনের কোণে নেয় ঁঠাই।


বিদগ্ধ কবির সংখ্যা
কম নেই এই আসরে
তাদের প্রতিভার উজ্জ্বলতার কাছে
স্বাভাবিকভাবে শ্রদ্ধায়
মাথা নত হয়ে পড়ে।


এই সব বিদগ্ধ কবির
চলার পথ অনুসরণ করে চলে
দু-চারটি সুন্দর কবিতা
লেখনিতে আসুক
ছোট্ট প্রার্থনায়---
সেই কথা শুধু যাই বলে।


হাজার কবির
আশিস ঝরে পড়ুক,
বর্ষিত হোক কবি হৃদয়ের
অশেষ করুণা,
চলুক কঠোর অনুশীলন,
কবিতা লেখার বন্ধুত্বপূর্ণ লড়াই
আর কবিতার গভীর চর্চা।


জানি, বাংলা-কবিতা ডট কম
আছে সাথে
জোগাবে এ কাজে ভরসা,
নতুন কবিদের আসা যাওয়া
চলতে থাকুক
হারিয়ে যায়না যেন কভু
এই সাইট সহসা।