রাতের অন্ধকার
ঁআধারের থেকে গভীর কালো
মনের আগুন  
ধিকি ধিকি জ্বলছে
ঁসাঝের সন্ধ্যা প্রদীপ জ্বালাতে
আসেনি কেউ আজও।


অবস্থার নিত্য নতুন পরিবর্তন
সামলে নেওয়ার হাজার তাগিদ
সাপে নেউলেরাও আজ একসাথে
চরম হতাশা সত্ত্বেও---
মানিয়ে নেওয়ার
হাজার প্রচেষ্টার সাথে
লড়াই জারি রবে অবশ্যই।


লড়াইয়ের ময়দানে
ধরে রাখতে হবে
সেই সব মানুষের ঐক্য
শেষদিন পর্যন্ত থাকবে যারা লড়াইয়ে
ঝরাবে শরীরের শেষ বিন্দু রক্ত।


জয়ের পতাকা অবশ্য উড়বে আকাশে
বাতাসে ধ্বনিত হবে পতপত শব্দ
হাজার মুষ্টি উর্দ্ধে তুলে
নি:স্তব্ধতা ভাঙবে হাজার শক্তির উত্স।।