ভালোবাসাকে টিকিয়ে রাখতে
জীবন জুড়ে চলে কত শত কসরত,
সময় আপন গতিতে যায় বয়ে
জীবন চলার পথে পাইনা কোন ফুসরত।


রাত দিন করি শুধু হাজার লড়াই
এ সম্পর্ক টিকিয়ে  রাখার তাগিদে,
সত্য মিথ্যায় ভর করে সব আবদার মিটাই
এ বিবাহ বন্ধন জোরদার করতে।


ভালেন্টাইন ডে,ম্যারেজ এ্যানিভারসারি
আরো কত যে কিসিম ডেট রাখি মনে,
প্রতি ডে-তে  মনের মতো উপহার দিই
ভুলে গেলেই বিস্তর দুঃখ সবাই জানে!


বিয়ের পাঁচ পার হলেই মহাভোজ
দশে  জ্বালাতে হয় লাল নীল সবুজ বাতি,
পনেরতে গণেশ  পূজো দিয়ে শুরু;
সব অর্থ শেষ হলেও নেই তাতে ক্ষতি।


বিশে বিষের বাষ্পতে ঘর ভরে যায়
মনে হয় এ ধরণীতে বেঁচে থাকা দায়,
বলে সে "এই দেখো আছো তুমি বেঁচে
ধরায় আমার অপার কৃপায়"।


পঁচিশে আর কোন পালাবার যে পথ নেই
আষ্টেপৃষ্ঠে বাঁধা পড়ি এ সংসারে,
হাজার জনা জানে বেঁচে আছি আমি
এ জগতে তার দেওয়া প্রাণ পাখি উপহারে!