টগবগ ছুটে ঘোড়ার গাড়ী
বড় রাস্তার ধারে ধারে,
হনহন হাঁটে সুন্দরী নারী
ঝুমুর বাঁধা  রাঙা পায়ে।


ঝনঝন শব্দের সুরেলা ঐ গান
শিঞ্জিনী বাঁধে মধুর সুরে,
শনশন বহে প্রবল বায়ুঝড়
নারী হৃদের বিশাল অন্তরে।


দুলকি চালের বাঁকা হাসিতে
করে পাগল আধুনিকা নারী,
হৃদ মাঝের প্রেমিক বুঝে
মনের সুখে ভাসায় তরী।


সময়ে আসে প্রেমিক মাঝি
ভাসিয়ে রাখে নাও নদীর 'পরে,
জোয়ার চলে যায়,আসে প্রেম
পরাণ মাঝি দেয় ডুব সুমুদ্দুরে।