বইছে  হাওয়া মৃদুমন্দ
শরতের পরশ লাগছে গায়ে,
শিউলি ফুল ছড়াচ্ছে গন্ধ
মন ভরে উঠছে আনন্দে।


বাইরে মাইকে মহালয়ার মিষ্টি সুর
ছুটছে দূর থেকে দূরান্তে,
হৃদয় জুড়ে জাগছে এক সুখানুভূতি
মা  নিশ্চিত আসছেন এ ধরাতে।


নদী তীরে ফুটেছে সাদা কাশ
নীল সাদায়  আকাশ গেছে ভরে,
রাজ হংসের দল নেমে পড়েছে  পুকুরে
আনন্দে ঢেউয়ের পর ঢেউ তুলছে।


বকের সারি উড়ছে আকাশে
গড়ছে মালা বিনা প্রয়াসে,
মেঘের দল দিচ্ছে ডাক
আয়রে ফিরে আমার কাছে।


পুকুর জুড়ে পদ্ম ফুল
রঙিন পাপড়ি ধরেছে মেলে,
প্রজাপতি দল উড়ছে সেথায়
হাওয়ায় দুলে দুলে।


আজ মহালয়া দেবীর বোধন
পুজো আর সাত দিন দূরে,
দেখতে দেখতে আসবে পুজো
ভাবতে ভাবতে মন উদাস হয়ে পরে।


সব দু:খ যাবো ভুলে
আনন্দে উঠবো মেতে,
করবো মজবুত পারস্পরিক বন্ধন
পারি যদি এ সমাজটা বদলাতে।