গিরগিটি রঙ বদলায়
বিপদ সংকেতে,
এটাই জাগতিক নিয়ম
জীব জগতে।


মানুষ রঙ বদলায়
স্বার্থের তাগিদে,
ভুড়ি ভুড়ি উদাহরণ
বিশ্ব জগতে।


নীতি নৈতিকতা মূল্যহীন;
দুর্নীতি ক্রমে বাড়ে,
স্বার্থের তাগিদে মানুষ
আজ কিনা করে?


চরিত্র ভূষণ নয়,
অন্যায় শোভা পায় শিরে;
পৃথিবীর বুকে এদের রাজ
ক্ষমতায় এরা বিশ্ব জুড়ে।


প্রতিবাদ অর্থহীন
প্রতিবাদী  মরে,
দুঃখে ভরে বুক
পৃথিবীর নানা অবিচারে।