সৌখিন কবিদের কবিতার আসর
টানে প্রতিনিয়ত আমাকে বরাবর,
যেটুকু আজ আমি
বানিয়েছে সে দামি!
শোধিতে পারবো কি সে ঋণ কবিবর?
সৌখিন কবিদের কবিতার আসর
টানে প্রতিনিয়ত আমাকে বরাবর,
যেটুকু আজ আমি
বানিয়েছে সে দামি!
শোধিতে পারবো কি সে ঋণ কবিবর?
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
Use the following form to leave your comment on this poem.
এখানে এপর্যন্ত ৩০টি মন্তব্য এসেছে।
আমাদের সবার মনের কথাটি ব্যক্ত করেছেন আপনি।
সত্যিই তো, যেটুকু লেখালেখি, যেটুকু পরিচিতি, সবটুকুই আমাদের এই কবিতার আসরের জন্য।
সুন্দর কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন আপনি।
ভালো লাগলো।
ভালো থাকবেন প্রিয় কবি। আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই তিনশোতম কবিতার জন্য।
সুন্দর উপলব্ধির প্রকাশ।
মন মাতানো কাব্য ।
শুভকামনা রইল
অভিনন্দন ৩০০ তম প্রয়াসের জন্য
সবার মনের কথাটি বললেন আপনি
শুভেচ্ছা থাকলো
সুন্দর নিবেদন।
৩০০তম প্রয়াসে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল প্রিয় কবি।
সীমাহীন শুভ কামনা রইল। সুস্থ থাকুন ভালো থাকুন।
প্রিয় কবি কৃতজ্ঞতা প্রকাশ সুন্দর মানববোধের পরিচয়। বেশ সুন্দর বলেছেন। বেশ ভালো লাগলো।
বেশ চমৎকার ভাব ফুটিয়ে তুলেছেন। মুগ্ধকর।
৩০০তম অপূর্ব কবিতার জন্য৩০০ গোলাপের শুভেচ্ছা জানবেন ,কবি বন্ধু।
চমৎকার আবেগময় লিমেরিক কবিতা, ভাল লাগলো, শুভকামনা রইল।
সাইটের অবদান,
করবই সম্মান,
তিনশত কবিতা
ধন্য হলো পাতা।
ভালো থাকুন।সম্মানিত ও প্রিয় কবিকে জানাই অনেক, অনেক শুভেচ্ছা ও ভালোবাসা।
৩০০তম প্রয়াসে উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন শ্রদ্ধেয় কবিকে।
অনন্য কবিতা উপহার। ভালো থাকুন খুব,শুভকামনা সতত।
৩০০ তম কবিতার হৃদয় ভরা অভিনন্দন।
সুন্দর লিখেছেন!
খুব ভালো থাকবেন কবিদাদা।
৩০০ তমর উষ্ণ অভিনন্দ্দন প্রিয় কবি। শুভেচ্ছা অবিরত।
অপূর্ব নান্দনিক উপস্থাপনা করলেন। অভিনন্দন রইল সম্মানিত কবি ৩০০তমর জন্য,,শুভেচ্ছা রইল
অনবদ্য নিবেদন।
তিনশত তম কবিতা মালার অনেক অভিনন্দন রইলো।
খুব ভালো থাকবেন, প্রিয় কবি।
শুভেচ্ছা অজস্র।
বাহ্ কি চমৎকারলেখা। অতি সুন্দর সত্য বেশ লাগলো প্রিয়- কবি ভালো থাকুন সব সময়।
জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে এই প্ল্যাটফর্ম। আর কবি তো কবিই নাকি কেউ এসে আবার বলে বসবেন "তুমি সৌখিন
আমি পেশাদার,
আমি মাতবর
বলো তুমি কার? "
৩০০তম প্রয়াসের জন্য অভিনন্দন, সম্মানিত কবি।
কবির আকাঙ্খাটাকে শ্রদ্ধা জানাই!
মনের কমনীয়তায় সুখকর জীবন কথা ।
অনবদ্য ভাবনার কাব্য , মধুর প্রকাশ, মুগ্ধ ।
৩০০-তম সার্থক প্রয়াস, প্রিয়কবিকে অভিনন্দন, শুভকামনা জানাই , ভাল থাকুন সদা ।
বাঃ, প্রথমেই জানাই আপনাকে অভিনন্দন আপনার ৩০০ তম কবিতার জন্য। আমার আন্তরিক শুভেচ্ছা জানাই আপনাকে।
300 তম কবিতায় থ্রি হান্ড্রেড হ্যাটট্রিক।
অন্তরের অন্তস্থল থেকে প্রিয় কবিকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন।
তিন শত তমর জন্য আন্তরিক শুভেচ্ছা।
একদম ঠিক এই আসর না থাকলে হয়ত এতটা প্রেরণা অধরাই থাকত।
সত্যই ঋণী।
আন্তরিক শুভেচ্ছা নিরন্তর, ভালো থাকবেন কবি।
অপূর্ব নিবেদন ।৩০০ তম কবিতার জন্য অনেক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই কবি বন্ধুকে ।
সুন্দর কাব্যে ভালোলাগা রেখে গেলাম।
ভালো থাকবেন প্রিয় কবি। আন্তরিক শুভেচ্ছা সবসময়।
অসাধারণ.....খুব ভালো লাগলো হে কবিপ্রিয়...মুগ্ধতা রইলো
৩০০তম কাব্যপ্রয়াসে অভিনন্দন গ্রহণ করুন।
অনন্য লিমেরিকে মুগ্ধতা রেখে গেলাম।
শুভ কামনা রইল প্রিয় কবি।
জীবনে অনুভূতি ঋনের বোঝা বাড়তেই থাকে-
যা মানব কখনো পারেনা শোধ করতে।
প্রথমত প্রিয় কবিকে জানাই অসংখ্য ধন্যবাদ ও রক্তিম শুভেচ্ছা আপনার তিন শত তম কবিতা নিবেদনের জন্য।আর আপনি ঠিকি বলেছেন কবিতার আসর প্রতিনিয়ত টানে আমাদের।খুব ভাল লাগল।
ঋণ শোধ করার একটা উপায় আমি বলতে পারি প্রিয় কবি,আর তা হল আরও কাব্য আমাদের উপহার দিন,হা হা হা।সদা ভাল থাকুন।
দারুন কবিতা । ভাল থাকুন রক্তিম শুভেচ্ছা ।
তিনশোতম কবিতায় প্রিয়
কবিকে শুভেচ্ছা ও অভিনন্দন
মুগ্ধতা রইলো
ভালো থাকবেন সতত
অসাধারণ নিবেদনে পূর্ণ করলেন তিনশ'র ঘর।
অত্যন্ত মুগ্ধতায় লেখা লিমেরিক।
অনেক অনেক ভালো লাগল প্রিয় কবি।
বিপ্লবী শুভেচ্ছা রইল।
কবি কিংবা কবিতা খুঁজে বের করার জন্য উপরের সার্চ বক্সটি ব্যবহার করুন।
Please use the above search box to find any poet or poems listed with us.