রূপের মোহে মুগ্ধ হয়ে
নিলাম তোমায় কাছে টেনে,
তোমার রূপে এত যে বিষ
জানলাম সেটা বিদায় দিনে।


শুধু রূপের বড়াই করে
কাটলো ধরায় তোমার এতকাল,
সেই রূপ তোমার কাল হলো
ভাঙলো যেদিন জীবনের তাল।


রূপ ক্ষয়ে যায় ধন ক্ষয়ে যায়
শুধু ক্ষয় না ভালো বাসা,
ভালোবাসা বড় মানিক ধনরে
জাগায় মনে দারুণ  আশা।


তোমার আঁখিতে আজ ঝর্ণা ঝরে
কল কল রবে শুধু বহে,
কত হৃদে ঝরালে রক্ত
কত জনই মরলো শোক সহে।


তখন তুমি স্বপ্ন চোখে উড়তে
দূর আকাশে ডানা মেলে,
ধরাকে করতে সরা জ্ঞান
সবই দিতে দু'হাতে ঠেলে।


তোমার নামে উঠতো তুফান
ঢেউ খেলত হাজার প্রাণে,
তুড়ি মেরে উড়িয়ে দিতে
ভাসাতে জীবন স্রোতের টানে।


সব হারিয়ে পথের 'পরে
করছো আজিকে হাহুতাস,
জীবন মঞ্চে বেশি বাড়াবাড়ি
ডেকে আনে  চরম অভিশাপ।