এক দুই তিন করে ঘড়ির কাঁটা যায় পেরিয়ে
পড়ে না মনে তখন সময়ের গুরুত্বের কথা,
কত যে সময় কিভাবে হেলায় পার করে দিই
ভাবলে হৃদয় মাঝে জাগে এক দারুণ ব্যথা।


সময়ের সঠিক মূল্য বুঝিনি তো কোনদিন
পারিনি তাই ঠিক তার যথাযথ দাম দিতে,
দিলে  আজ মানুষের মতো মানুষ হতাম
এ জীবনের সব লড়াইয়ে যেতাম জিতে।


যে সময় পেরিয়ে যায় এ জীবন থেকে
আসেনা কভু ফিরে এ জীবনে আর আবার,
তাইতো বলি মনে রেখো সময় অমূল্য রতন
সময় আনমল সবার কাছে বারংবার।


ছাত্রাবস্থায় কত সময় করেছি হেলায়
প্রতিদিন নানা ভাবে অযথা নষ্ট,
ভাবলে সেই সব দিনের কথা আজ
পাই এ মনের মাঝে এক নিদারুণ কষ্ট।


মা বাপ গুরুজন বলেছে কত বারবার
করিসনে  কোন ভাবে সময় নষ্ট,
আজ জীবন সায়াহ্নে বুঝলাম যখন
হয়েছি তত দিনে লক্ষ্যভ্রষ্ট।


তাইতো বলি সময়ের মূল্য বুঝ সবে
সময়ের প্রতি দাও সমান গুরুত্ব,
মহান ঈশ্বর করেছেন যিনি এ বিশ্ব সৃষ্টি
বুঝতে পারবে তার অপার মাহাত্ম্য।