সংসার মায়ার বন্ধন
জীবন সেথা বাঁধা পড়ে,
সুখ দুঃখ বেদনা বারি
হৃদয় পটে নীরবে ঝরে।


রাত দিন অবিরাম
ঘটনার ঘন ঘটা,
হাসি কান্নার অভিনয়ে
ছড়ায় আনন্দ বেদনার ছটা।


জীবনের ক্ষণে ক্ষণে
রঙ বদলায়,
নানা রটনা,ছলা কলা;
হৃদয় ব্যথায় ভরায়।


শৈশব কাটে
হাসি খুশি আদরে,
মন থাকে ভালো ---
এ সময়ে পৃথিবীর 'পরে।


কৌশোর আরো সুন্দর
স্বপ্নরা ডানা মেলে,
জীবন গতি পায়
ভালো বাসা খুঁজে পেলে।


যৌবন বিমূর্ত প্রতীক
প্রতিবাদ জানে,
লড়াই সংগ্রাম সীমাহীন
অন্যায় কভু নাহি মানে।


বার্ধক্যে হিসাব নিকাশ
ভালো মন্দের,
কি করলাম,আর কি পেলাম;
চলে লড়াই এই দ্বন্দ্বের।


নানা সময়ে নানা ঘটনা
কখনো জাগায় বাঁচার ইচ্ছা,
কখনো মনে হয়;
এ সংসারে বেঁচে থাকা মিছা।


হিসাব লিখি,হিসাব কষি;
এ পৃথিবীতে এসে,
ভালোমন্দ  দুয়ে মিলে---
সংসার মায়াজালে যাই ভেসে।