সেদিনট্রেনেতে চড়লাম
দেখা করতে বন্ধুদের সনে,
শিয়ালদা -গেদে লোকালে
রবিবারের ফাঁকা ট্রেনে।


দুটি শিশু বয়স পাঁচ ছয় কি
বা তার থেকে কিছুই হবে বেশী,
বসেছে সিটের এপাশে ওপাশে
সাহায্যকারী নিয়ে বেশই খুশি।


দুটি শিশুই বিকলাঙ্গ তবুও
বাবা মায়ের মুখে আনন্দ ঝরে,
চিকিৎসার তরে পুনা গমন
জানলাম ফিরেছেন এরোপ্লেনে।


বললেন ছেলে দুটোই করেনি
কোন ডিস্টার্ব যাতায়াত কালে,
ট্রেনেও ছিল ছেলে দুটি শান্ত
দুষ্টুমি নয়, বেশ ভালো ছেলে।


মাঝে মাঝে করে বেশ জ্বালাতন
থাকে যখন ওরা নিজ বাড়িতে,
মা বাবার হাসি দেখে হই অবাক
চিন্তার লেশ  দেখিনি মনেতে।


সন্তান দুটি মা বাবার  প্রিয়
হৃদয়ের ভালোবাসার আধার,
কান্নাহাসির এ দোলায় দোলে
করে এরা এ জীবন নদী পার।


মা বাবার  সন্তান সব সমান
হোক  বিকলাঙ্গ,বোবা-কালা,
মমতায় ভরিয়ে আদর করে  
বুকে গাঁথে কত স্বপ্নের মালা!


সন্তানরা থাকুক দুধে ভাতে
সুখে শান্তিতে  এই ধরায়,
কামনা করে সব মা বাবাই
ঈশ্বর হোন এদের সহায়।