কার জন্য কে কাঁদে;
কে জানায় ভালোবাসা,
এ পৃথিবীতে চাওয়া পাওয়া
বাড়ায় শুধু হতাশা।


দূরকে আপন করতে
দরকার নেই কোন যাদু মন্ত্র,
এ পৃথিবীতে ভালোবাসা শব্দটাই;
এক কথায় অনবদ্য-স্বতন্ত্র।


দিবস রজনী কাটে
ভাবনার সারণী বেয়ে,
সূর্য পশ্চিমাকাশে ডুবে
লাল আভায় পৃথিবীকে ভরিয়ে।


পাখির দল কুলায়ে ফিরে;
নিয়ে শান্তির আভাস,
রাত জাগি ভোর হয়;
ফেলি স্বস্তির নিঃশ্বাস।


সকালের সোনা রবি -----
উঠে পুবাকাশে,
শান্তির ধ্বনি বাজে
মন্দির,মসজিদ,গির্জ্জাতে।


ভাই ভাইয়ের রক্তে খেলেনা;
মাতে না উল্লাসে,
শান্তির পায়রা উড়ে, মানুষের
ভালোবাসা আর গভীর বিশ্বাসে।