বর্ষাকালে ঝরেনি বৃষ্টি  
ধুলোয় ভরেছে চারপাশ,
গাছপালা সবার দম বন্ধ
কষ্টে করছে হাস ফাঁস।
শরতের আকাশ জুড়ে মেঘ  
উড়ছে কেমন হাওয়ায়,
ঝরাচ্ছে মাঝেমধ্যে বারি
খুশি; না চাইতে পাওয়ায়।    
গাছ গাছালি সবুজ মাঠ
বৃষ্টির জলে করেছে স্নান,  
কত খুশি কত হাসি দেখো
আনন্দ উচ্ছ্বাসে ভরা প্রাণ।
বকের সারি মাঠে ঘাটে
উড়ছে দেখি দলে দলে,  
নেই আজ ওদের অভাব
চলছে কেমন হেলে দুলে  ।