ঐ ডাকছে মেঘ গুড় গুড়
সোনা আমার তুই কোথায়?
আসবে এখন প্রবল ঝড়
আয়রে খোকা ফিরে আয়।


চাঁদ উঠেছিল একটু আগে
দেখিসনি কি তুই চেয়ে?
আকাশ ভরা তারা হতে
ঝরছিল জোছনা  বেয়ে।


বিকাল বেলা খেলার মাঠে
খেলতে গিয়ে পেলি ব্যথা,
বললি না একবারও
আমায় কেন সে কথা?


পড়তে পড়তে ঘুমিয়ে গেলে
মাথায় তোর হাত বুলাই,
একবারও বকিনা তোরে
কেন প্রথম হোস না সদাই?


কোন কাজে দিই না বাধা
চলতে দিই নিজের মতো,
স্বপ্ন দেখতে শিখাই তোরে
বলি, কর ত্যাগ পারিস যত।


মানুষের মত মানুষ হ
রাখ রে মাথা সদা উঁচু,
অর্থের প্রতি করিসনা লোভ
হাতকে করিসনা কভু নীচু।