(শ্রদ্ধেয় বরেণ্য কবি শহীদ খাঁন মহাশয়ের       "জেনে গেছি" কবিতা পাঠ কালে মনে যে অনুরণন সৃষ্টি  হয়েছিল,তার প্রেক্ষিতে এ কবিতা।তাই মান্যবর কবিকে এই কবিতা খানি উৎসর্গ করলাম।)


আপন ভেবে যারে আমি
জড়িয়ে ধরলাম এ বুকে,
তার মনের গোপন কথা
রাখলো আজি সে ঢেকে।


স্বপ্নে বিভোর হয়ে যার লাগি
কাটিয়েছি এ ভবে এতকাল,
সেই আমায় দিলো ধোঁকা
করলো আমায় নাজেহাল।


কি জানি তার কি আছে মনে?
কিসের লাগি করলো এমন?
হৃদয় আমার জ্বললো অনলে
ব্যথার বেদনে ভরলো মন।


সে  আর এলো না এ জীবনে
প্রেম বিতানে বাঁধলো না আমায়,
মনের প্রেম মনেই গেলো শুকিয়ে
তারে দিতে পারলাম কোথায়?


দিবানিশি তারই লাগি আমি
থাকলাম চেয়ে অসীম পানে,
কত ব্যথা আছে বুকের মাঝে
দেখলো না সে খুঁজে আমার মনে।


এমনি ভাবে কাটছে জীবন
যাক না যেভাবে যাচ্ছে কেটে,
দেখা হবে তার সাথে ;পাবো
তারে শেষ কেয়ামতের রাতে।