পারিজাত এনে দিতে পারি নাই আজো
কোন দিন হবে নাতো সে সুযোগ আর,
এক মুঠো ভালোবাসা দিতে পারি জেনো
যাতে ছিলো তোমারি তো পূর্ণ অধিকার।


বাহু পাশে বন্দী করে ভাবি একা মনে  
তিলে তিলে ক্ষয়ে আজ জীর্ণ তব দেহ,
কিভাবে যে পৌঁছে গেছো শেষ সীমানায়
দু'চোখের আড়ালেতে বুঝলাম না কেহ।


যেতে হবে ধরা খানি ছেড়ে এক দিন
ঘটবে না তো কোন দিন কোন অঘটন,
মন চায় কিছু কাল থাকি তব সাথে
মধুময় স্মৃতি সুধা  করি রোমন্থন।


ময়দানের খেলোয়াড় সব প্রতিদিন
জীবনের খেলা ঘরে করি নিতি খেলা,
হারজিত কার হবে কেউ তো জানিনা
খেলতে খেলতে বয়ে যায় সময়ের ভেলা।


এমনি করে বহমান লয় যায় বয়ে
ধরে রাখতে পারি নিতো কোন কালে কেউ,
দমকা হাওয়া শেষবেলা নিভায় দিয়া খানি
থেমে যায়  হৃদ-গতি জীবনের ঢেউ।