এসো লাল নীল সবুজের মাঝখানে তোমার পছন্দের রঙটাকে নিয়ে একটা ছবি আঁকি।ভেঙে যাওয়া শরীরে কর্কট সঙ্গী। বিশ্রামের সময় নেই আজও। নিভৃতে দুটি কথা বলার সময় তাও নেই।ফাল্গুনি অমাবস্যার কালো দিনটা  আজ ভীষণ নাড়া দেয়।সেদিন সুতুনুকা হাত ছেড়ে কোথায় চলে গেলো কে জানে! আরতো দেখা হয়নি।গর্বের দিন সব শেষ হয়ে গেছে ।  সাগরের জলে ভেসে কোথায়  চলে গেছে কে জানে! শেষ বেলায় হন্য হয়ে ঘুরে ঘুরে ক্লান্ত। কোথায় আছো আজও জানি না।তবুও ছুটে চলেছি এক প্রান্ত থেকে অন্য প্রান্তে।কপালের লাল বড় টিপ, তোমায় দারুণ  মানাতো, আজও তা চোখের সামনে ভাসে। সময়  বড্ড কম,লড়াইয়ের শক্তি শেষ।শেষ বেলায় শেষ সময়ে একবার  যদি--------।