ঠাণ্ডায় কাঁপছে  শহর  গ্রাম
কাঁপছে সারা দেশ,
ঘন কুয়াশায় ঢাকছে আকাশ
বাড়ছে শীতের রেশ।


ট্রেন চলাচল বন্ধ আজকে
চলছে বাস বেশ ধীরে,
রাস্তাঘাট জনমানবহীন
গেছে সবাই ফিরে।


স্কুল গুলোতে ছুটির মেজাজ
আনন্দে ছোটরা ফুটছে,
দিকে দিকে পিকনিকের ধূম
সবাই খুশির জোয়ারে ভাসছে।


ফুটপাতের লোক গুলো সবাই
শীতের রাতে কাঁপছে,
আগুন তাদের সহায় হয়ে
বাঁচায়ে কোন রকম রাখছে।


খেজুর গুড়ের মিষ্টি সুবাস
ঘরে ঘরে আসছে,
পিঠে পুলি পায়েস মিলে
শীতের আমেজ আনছে।


দু চারদিনের শীতেই বুঝায়
শীত তার নিজের মেজাজ,
ষড় ঋতুর শ্রেষ্ঠ ঋতু
প্রশংসা পায় দরাজ।