শিক্ষা নামক পণ্যের চলছে বিকিকিনি
চলতে থাকবে দেশে বিদেশে নিয়মিত,
গরীব ছাত্রের অত অর্থবল কোথায়!
অচিরেই শিক্ষা হবে ধনীর কুক্ষিগত।


কত মেধাবী ছাত্র ছাত্রীর পাই দেখা
গন্ড গ্রামের ঐ মেঠো পথ প্রান্তরে,
আকাশ ছোঁয়া দুচোখ ভরা স্বপ্ন নিয়ে
কাঁদছে দেখছি ওরা অন্তরে বাহিরে।


কেউ দেখবে না আর ওদের কভু
শিক্ষা যেহেতু নেই সরকারি হাতে,
ভিক্ষার ঝুলি হাতে ঘুরবে গরীব
এক দরজা থেকে অন্য দরজাতে।


শিক্ষা খাতে বাড়ছে না বাজেট
কমছে তা প্রতিনিয়ত প্রতিদিন,
নিত্য তৈরি হচ্ছে নতুন আইন
শিক্ষা ব্যবস্থার গতি হচ্ছে সঙ্গিন।


এমনি ভাবে চলবে কি দেশ?
স্তব্ধ হবে দেশের উন্নয়নের গতি,
ধ্বংস হবে এ সমাজ বিকাশ
ভাবলেই বাক রূদ্ধ হচ্ছি অতি।