লড়াই আজি বড়ো কঠিন
যায়না তারে দেখা,
কেমন করে করবো লড়াই
পথটা আঁকাবাঁকা।  
      
আগে পিছে যেখানে যাই
আঁধারে পথ ঢাকা,
আলো যদি আসে তবেই
চলবে জীবন চাকা!

মৃত্যু ভয়ে ভীত জানেনা
যাবে কার যে পরাণ,
হৃদয় হতে রক্ত ক্ষরণে  
মনটা করে আনচান।


খাবার দাবার আছে যদিও
রুচেনা মুখে কিছু,
ভাবনা শুধু মনের আবহে
ধাইছে মৃত্যু পিছু।  


ধন সম্পদ মূল্যহীন সব
লাগেনা কোনো কাজে,
গরীব ধনী দেখি আজ সমান  
যখন দামামা বাজে।


জাতের নামে নেই বজ্জাতি
নেই ধর্মের নামে কলহ,
বাঁচা মরার নেই যে গ্যারান্টি
করবে কে আর দ্রোহ?  


সবাই আজকে সুবোধ বালক
উদাস সবাকার মন,
ধেয়ে আসবে কখন কালান্তক
ভাবনা ঐ সারাক্ষণ।

মহাপ্রলয় শিয়রে দাঁড়িয়ে
হবে কি সৃষ্টির লয়?  
ভুলে গেলে সব ভেদাভেদ
আসবে জয় নিশ্চয়।