(দ্বিতীয় পুনঃমিলনে আজকের এই কবিতা)


দেখতে দেখতে পার হয়ে গেলো
এক দুই করে দীর্ঘ ত্রিশ বছর,
মনে হচ্ছে এইতো সেদিন এলাম
বিশ্ব বিদ্যালয়ে ছেড়ে নিজের ঘর।
পাশ করলাম,করছি চাকরি
জীবনের অনেক বাধা পেরিয়ে ;
মনের মাঝে আছে অনেক স্মৃতি
এ বিশ্ববিদ্যালয় কে জড়িয়ে।
সুখ দুঃখের নানা কাহিনী আছে
এ শিক্ষালয়ের কোণে  কোণে,
কত বন্ধুকে হারিয়েছি আমরা
এই দীর্ঘ  সময়ের ক্ষণে ক্ষণে।
আজ খুব মনে পড়ে এই দিনে
বন্ধু জগন্নাথ-সুচিন্তর কথা,
দু'চোখ  ভরে  আসে জল
মনের মাঝে জাগে নিদারুণ ব্যথা।
এটাই জাগতিক নিয়ম এ ধরায়
এভাবেই চলে জগৎ সংসার,
কেউ যাবে আগে কেউবা পরে  
পার হবে এ  ভবের পারাবার।
মিলতে যেন পারি বছর বছর
এ রকম  একটা মিষ্টি  দিনে,
কে কবে হারিয়ে যাব এথা হতে
এ পৃথিবী হতে  কেউ কি জানে?
বন্ধুরা সব এসো সবাই
এই দিনে যে যেথায় থাকো,
স্মৃতি গুলো ভাসবে মনে
মন্থন করে খুশিতে সবাই ভাসো।