হাসপাতালে গেলে বুঝতে
পারি আমরা
মানুষের জীবনে কতই
না যে কষ্ট,
তারপরেও দেখি মানুষ
সারা দিনরাত
হেলাফেলায় কত সময়
করে নষ্ট।


কত ব্যথা কত শত
যন্ত্রণায় যে
চারদিকে মানুষ কাতর
হয় তা দেখি,
তাই না দেখে মনে মনে
শুধুই ভাবি
সত্যি মানুষ এ জগতে
কত না দুখী!


কত মূল্যবান সময়
অযথা মানুষ
করে নষ্ট ;করে কত
শত অনাচার,
এ ভবেতে মানুষ তার ফল
অবশ্যি পায়
ভালো মন্দ কর্মফল
করে বিচার।


জেনে শুনে প্রতিনিয়ত
মানুষ করে
কত শত অন্যায়ের সাথে
সহস্র পাপ,
এ জগতে ভালো কাজের
দ্বারা  সত্যি
আল্লার দরবারে পাওয়া যায়
যথাযথ  ইন্সাফ।


তাই সৎ পথে চলো এ
দুনিয়ার সবাই
করো না কোন গলতি,
কর সঠিক কাজ;
সব ব্যথা থেকে পাবে
সকলে  মুক্তি
সবাকার কপালে জুটবে
সোনালি তাজ।।