ঘরে যখন ঢুকলো সুগার  
বুঝতে পারলাম ওরে,
দুদিনের এই জীবনটা যে
বড্ড নড়বড়ে  ।


নিজের ঘরে ঢুকলে ব্যাধি
উপলব্ধিতে আসে ,
দেখতে পাই যন্ত্রণা তার
থাকে সদা ত্রাসে।
    
যা কিছু খায় ভয়ে ভয়ে
পাছে সুগার বাড়ে,
এমন ভাবে বাঁচা তার দায়    
না-এ মাথা নাড়ে।


বাড়লে সুগার যাবে কিডনি
যাবে চক্ষু ধীরে;
আসবে সঙ্গে স্নায়ু বৈকল্য
ভিড়বে তরী তীরে।


যে ক'টা দিন বাঁঁচবে ভবে
খেয়ে যাও সবকিছু,
কোনটাই খেও না খুব বেশি
করোনা মাথা নীচু!  


এমন ভাবেই কাটাও জীবন
থাকো হাসি খুশিতে,
সময় এলে যাবে একদিন
পাকাও এখন সলতে।