আসে শরৎ লাগে পরশ
মনটা হয় ভীষণ উদাস,
এমন দিনটি এলে ফিরে
শুধুই পড়ে দীর্ঘ শ্বাস।


হারানো সেই দিন গুলো সব
বুকের মাঝে তুলে ঝড়,
দু'চোখ ভরে যায় যে জলে
ব্যথায় করে বুক ধড়ফড়।


গত বছর ছিল সবাই
ছিল আনন্দ খুশি সব,
কি হল হারিয়ে গেল!
আটকে গেলো জীবন রথ।


ভালো লাগে না আজকে আর
লাগে কেন সব বিস্বাদ?
মায়া ভরা এ সংসারে
আশা সব হলো বরবাদ।


দুঃখ সুখ মিলে এ সংসার
বিধাতার অনন্য সৃষ্টি,
দুঃখের পর আসে যে সুখ
ধরায় ঝরায় পুষ্প বৃষ্টি।