বাজলো চারটে পড়লো ঘন্টা
হলো ইস্কুল ছুটি,  
চলরে ন্যাপলা ওরে গোপলা
খাবিরে দুধ রুটি।  


দুধ রুটিতে বাড়ে বল
বাড়ে গায়ে শক্তি,
অন্য কিছু খাসনে বাছা
রাখ রে এতেই ভক্তি।


নিত্য প্রাতেঃ খা মাড় ভাত  
সঙ্গে আলু সিদ্ধ,
থাকবে পেট সদাই সাফ
করতে হবেনা যুদ্ধ।


টিফিন বেলায় খাবি মুড়ি
সঙ্গে ছোলা ভাজা,    
জাগবে মনে স্ফূর্তি ওরে
থাকবি তরতাজা।


সারা বছর খাবিরে ফল
পাবি যা হাতের কাছে,
না খেলে হবে রে ক্ষতি
মিটবেনা তা যে মাছে।


রাতের বেলায় খাবি কম
ঘুমোবি নটার আগে,
উঠবি সবাই ভোর বেলাতে
ফুল ফুটে যখন বাগে।  


সকাল বেলায় যাবি মাঠে
করবি যোগাসন,  
বুকটা ভরে নিবি অক্সিজেন
ওরে বাবা জীবন।


পড়ার সময় পড়বি সবাই
করবি বিকেলে খেলা,
শরীর মনটা থাকলে ভালো
গড় গড়াবে জীবন ভেলা।