ঘন্টা বাজছে কাঁসর বাজছে
এ মন্দিরে ও মন্দিরে,
আজানের সুর ভেসে আসছে
প্রতিটি মসজিদে ভোরে।


ডাকাডাকি করছি খোকন
উঠে পড় তুই তাড়াতাড়ি,
বই খাতা নিয়ে বসে পড়
আসছে বুঝি এবার গাড়ি!


দিদি মণির টাস্ক হয়নি
করিস নে আর খোকা দেরি,
করে নে তুই সোনা আমার
করিসনে আর বাড়াবাড়ি।


দিন দিন বাড়ছে পিঠের বোঝা
বাড়ুক তাতে নেই আমার ক্ষতি,
শিড়দাঁড়াটা যদি ভাঙে ভাঙুক
চাই শুধু বাড়ুক তোর পড়ার গতি।


খোকা আমার হবি পন্ডিত
ইচ্ছা আমার করবি পূরণ,
চাই না ভাববি দশের কথা
হলেও হাজার লোকের মরণ!


নিজে বাঁচলে বাপের নাম
করবি এ কথাকে স্মরণ,
কারোর জন্য করবি না কিছু
দেশের জন্য করবি না মৃত্যু বরণ!