(যে প্রিয় কবির আলোচনায় অনুপ্রাণিত হয়ে আজ তানকা লেখার প্রয়াস,সেই প্রিয় কবি রহমান মুজিব কে উৎসর্গ করলাম আজকের তানকা তিনটি।)  
(১)
টাকের উপর চুল
নিত্য নতুন গজায় না
ফাঁকা রয় পড়ে,  
মনটাকে শক্ত রাখো
যাবে না জীবন ঝরে।  
(২)
চেনা সেই মুখ টা
সুসময়ে অচেনা
ক্যান মনে জাগে?
ভাববার কথা তো বটে
ভুলি কোন অনুরাগে?
(৩)
আজকে দুঃসময়
খাল বিল নদী ঘাটেতে  
নাই জল গরমে,
দায়ী আমরা তো সবাই  
মরি লজ্জা শরমে!