(প্রিয় কবি শ.ম.শহীদ এর "তেল" কবিতায় অনুপ্রাণিত হয়ে এই কবিতা লেখা। তাই এই কবিতাটি প্রিয় কবিকে উৎসর্গ  করলাম।)


মারতে তেল কোথায় যাবি
কর না শুরু ঘর থেকে,
সকাল সন্ধ্যে না মারলে
পাবিনা আর ভাত খেতে।


অফিস গিয়ে মারবি তেল
অফিসের ঐ বসটাকে,
পারবি উঠতে তরতর করে
দু-চার-ধাপ টপ্‌কাতে।


নেই দরকার আর লেখা পড়ার
নয়া নয়া চাকরি পেতে,
মার না তেল নেতা মন্ত্রীদের  
পাবি ফল হাতে হাতে।


নেই ঝামেলা ডাইরি করার
থানাতে আর যাওয়ার,
পাবি সুফল হাতেনাতে
দাদাকে তেল দেওয়ার।      


তেলের যে কত গুণ ভাই
করবো কত আর বর্ণন,
ঘরে শান্তি রাখতে বজায়  
করো গিন্নীর কথা শ্রবণ।  


ঘরে শান্তি বাইরে শান্তি
সবই তেলেরই গুণে,
তেল ব্রহ্ম তেল সনাতন
তাই-তো সবাই মানে।