নাম তার থালিরাম মস্ত বড়ো পেট
হাতগুলো সরু সরু শরীরটা নিরেট।  
সকালে উঠে খায় সে দশ গ্লাস জল
দেয় তা দ্রুত ঢেলে যেন টাইম কল!
ঘন্টা খানেক ছুটে দেয় একশটা ডন
সারা গা তার করে ব্যথা মাথা টনটন।
থালিরামের দুই ছেলে ঘটি- বাটি রাম
ডাক দেয় আয় বাবা দে ব্যথায় আরাম।  
"খিদে পেলে বাপ আমার লাগে বিশেক রুটি,
সঙ্গে চাই দুগন্ডা আন্ডা রাখবি না তার ত্রুটি।"
"রাতদিন করো খাই খাই ভাবোনা আয় কত
ছিলো দশ বিঘা জমি হয়েছে দু বছরে গত।
ঘরে আজ বড়ো টানাটানি মায়ের চোখে জল
না খেয়ে মা তার সবটুকু করে হাত বদল।
কখনোবা আমরা দু ভাই পাই নামমাত্র খাবার
চেয়ে দেখো জোয়ান ছেলের এমন স্বাস্থ্য কি হবার?
"বুঝতে পেরেছি বাপ অন্যায় করেছি ঢের
বুঝিনি এতদিন কষ্ট যন্ত্রণা পাইনি কিছু টের।
আয় সবে এক সাথে নেমে পড়ি মাঠে
বাঁঁচবো যে কটা দিন থাকবো ঠাঁটে বাঁটে। "