সকাল থেকে তিনটি শব্দ
করছে  মাথায় ঘোরাফেরা,
এদের বাদে লিখলে কবিতা
পরবে না কোন সাড়া।


যুক্তি, পুঁজি, সাম্রাজ্য
এই তিনে খেলা,
এদের বাদে দুনিয়া জুড়ে
হবে জল ঘোলা।


কার ধড়ে কটা মাথা
এদের বাদ দিবে,
এ পৃথিবীর বড় শক্তি
সবারে গিলে খাবে।


ছোট  ভয়ে  বড়র ছাতায়
মেরুর জন্য মেজো লড়ে,
সমতার জন্য দু' মেরু বিশ্ব---
লড়াই সংগ্রাম  পৃথিবী জুড়ে।


শান্তির পৃথিবীতে অশান্তির হানা,
মিছিমিছি  যুদ্ধের জিগির;
অস্ত্রের কারবারির অস্ত্রের আওয়াজে,
ফকির হয় আরও ফকির।


ধনী দারিদ্র্যের ভারসাম্য নষ্ট ;
বাড়ে বেকার ঘরে ঘরে,
লক্ষ কোটি মানুষের কষ্ট---
দিন দিন আরও বাড়ে।


পরাধীনতা বসায় থাবা
দেশ থেকে দেশান্তরে,
দু'দিন আগের স্বাধীন দেশ
বসে রয় কর জোরে।


মননে  যুক্তি,দেশে পুঁজি
সাম্রাজ্য এর সীমা পড়ুক বাদ
পৃথিবীর সীমা ভেঙে, মানব মুক্তিতে
চাই সবার আশীর্বাদ।