খাটানো সামিয়ানা রঙিন আলো
সাজানো বিয়ের আসর,
আসবে বর, আসবে বর যাত্রী
নাচবে আজকে টগর।


ডাগর ডাগর দু চোখেতে
খেলাবে খুশির ঝিলিক,
কোমড় দুলিয়ে নেচে নেচে
ঘুরবে এদিক সেদিক।


কেউ খুশিতে দোলাবে শরীর
কেউবা ধরবে দুটো হাত,
কেউ চোখে চোখে চোখ রেখে
করবে আঁখিতে আঁখিপাত।


কষ্ট হলেও নাচবে টগর
করবে নানা অঙ্গ ভঙ্গি,
মুখে রাখবে হাসির ছোঁয়া
হবে ক্ষণিকের সঙ্গী।


জানে ও এটাই চলার পথ
চলতে হবে এ পথেতে বহুকাল,
বাঁচার জন্য নেই বিকল্প
মেলাতে হবে সময়ের সাথে তাল।  


লেখাপড়া গড়ায়নি বেশিদূর    
অল্প বয়সে হয়ে গেছে বিয়ে,
গুণধর স্বামী গেছে ওকে ছেড়ে
আছে বেঁচে দু'সন্তান নিয়ে।


ওরা যে সব মায়ের জাত
যায়নি সন্তানেরে ফেলে,
সন্তানের মুখ পানে চোখ রেখে    
গেছে ব্যথা বেদন ভুলে।  


দু'চোখেতে স্বপ্ন নিয়ে
করে চলেছে জোর লড়াই
আশা ছিলো সন্তান গর্বে
গর্বিত হয়ে করবে বড়াই।


ছেলেমেয়ে ওর ভীষণ বুদ্ধিমান  
হলো ডাক্তার দু দুটো,
নিজেরা নিজের পথ দেখলো
মায়ের স্বপ্ন হলো ফুটো।


নেই শক্তি নেই ক্ষমতা আর
থাকে পথের ধারে পড়ে,
দুমুঠো অন্ন কেউ দিলে ওরে
তবেই না ওর পেট টা ভরে।


বলো ঈশ্বর! কি ওর অপরাধ?
কেন হলো এমন হাল?
সত্যি যদি থাকো, দাও জবাব
এনে সুখ ভরাও ওর ভাল।