আসছো আসছো  করে
অবশেষে তুমি এলে,
লাগালে হিমের পরশ
হৃদয়ে ছোঁয়া দিলে।


রাতদিন বসে থাকি একা
আশায় পথ পানে চেয়ে,
আসোনি তুমি দাওনি খবর
অশ্রু ঝরে দু'চোখ বেয়ে।


ভাবি বসে  প্রতি ক্ষণে ক্ষণে
বুকের ভেতর বেদনা ভরে,
মশারা আজ করছে রাজ
ডেঙ্গু  ম্যালেরিয়া  প্রতি ঘরে।


শত ঘরে কান্নার রোল
তার জন্য দায়ী তুমি,
তুমি এলে সঠিক সময়ে
হতোনা মায়ের বুক খালি।


তোমায় দিই অভিশাপ
কেউ যেন করে না  মাফ,
সব দোষ নয়গো মোর
শোন হে  প্রিয় আমার।


ধরার বুকে এত অনাচার
দেরীতে আসার কারণ,
শুধরে নাও নিজেদের
হবেনা আর কোন মরণ।