ছাড়ল হাজার দুয়ারী কোলকাতা স্টেশন
চলল  ধীরে ধীরে গতি বাড়িয়ে-----
পাইকপাড়াতে এসে দাঁড়ালো,
নিজের গতি হারিয়ে।


দমদমে না দাঁড়িয়ে---
থামলো ট্রেন বারাকপুরে,
নিত্য যাত্রীতে ভরলো ট্রেন ---
পা রাখার জায়গা রইলো না সেই ভীড়ে।


গরমে ক্লান্ত, ঘর্মাক্ত ---
মেজাজ হারায় অনায়াসে,
প্রায়শই সিট নিয়ে চলে ঝগড়া---
হই না অবাক ঐ প্রয়াসে।


কেউ যায় বেথুয়াডহরি,
কেউবা বেলডাঙ্গা,
নিত্যদিন যাতায়াতের যন্ত্রণায়---
যেন সবারই কোমর  ভাঙ্গা।


যাতায়াতের পথে গড়ে উঠে
চেনা অচেনার সাথে এক গভীর বন্ধন,
নতুন আলোকের ছোঁয়ায়
জাগে জীবনে প্রাণের স্পন্দন।


চলতে চলতে হারিয়ে যায়,
যায় অনেক তারা খসে।
বিষাদে ভরে উঠে বুক
কান্নায় দু'চোখ ভরে জল আসে।


চলার নাম  জীবন---
গতি নিয়ে এ জীবনে বাঁচা,
ট্রেনের মতো  চলতে চলতে থামবে একদিন,
ছাড়বে  অচিন পাখি এ হৃদয় খাঁচা।