রাতের কুকুর ডাকে ঘেউ ঘেউ স্বরে
পথ ঘাট শুনশান সবাই গেছে ফিরে।
আমি একা বসে আছি জানালার ধারে
বাঁকা চাঁদ দেখি ডুবে দূরের দিগন্তে।
আঁধার কে সাথী করে রাত জাগি আমি
চাঁদ তারা জানে জেগে আছো  সেথা তুমি।
শিউলিরা আসে নাই তুমি নেই জেনে
আমি হেথা ঝরাই অশ্রু সংগোপনে।
খোলা চোখে দেখি তব আঁখি খোলা নাই
নিয়তির কাছে বারে বারে হেরে যাই।
চির সাথী হতে কত ডাকাডাকি করি
জানিনা কিভাবে রাখবো জীবনে ধরি?
ভালো থাকো খুশি থাকো ঐ নীল আকাশে
শ্বাস ছাড়ি আমিও যাব তোমাতে মিশে।